শহীদ ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বি এ রায়হান,
শহীদ ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি।
রবিবার সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।এসময় তিনি শহীদ ময়েজউদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দলের হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে ১৯৩০ সালের ১৭ মার্চ ময়েজউদ্দিনের জন্ম। তিনি আগরতলা মামলা পরিচালনায় গঠিত ‘মুজিব তহবিলের’ আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ ও ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।